ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় লেগেও বিশ্রামে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
দ্বিতীয় লেগেও বিশ্রামে রোনালদো বিশ্রামে রোনালদো-ছবি:সংগৃহীত

কোপা দেল রে’তে সেভিয়ার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগেও বিশ্রামে থাকবেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্রাম দেওয়া হচ্ছে লুকা মদ্রিচকেও। তবে ইনজুরির কারণে খেলেতে পারবেন না জেমস রদ্রিগেজ।এর আগে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে কোচ জিনেদিন জিদান মাঠের বাইরে রেখেছিলেন পর্তুগাল ‍অধিনায়ককে।

সে ম্যাচে অবশ্য গ্যালাকটিকোরা ৩-০ গোলের সহজ জয় পায়। রোনালদো দলের হয়ে লা লিগায় পরের ম্যাচে গ্রানাডার বিপক্ষে মাঠে নামেন।

৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোলও করেন তিনি।

এদিকে ২০১৭ সালে রিয়ালের প্রথম দুটি ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট মাঠে ছিলেন মিডফিল্ডার লুকা মদ্রিচ। তাই সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ানে ক্রোয়েশিয়ান এ তারকা বিশ্রাম দিচ্ছেন কোচ জিদান। কিন্তু ম্যাচে দুটি গোল করে নায়ক বনে যাওয়া রদ্রিগেজ এ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।