ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্রতিশোধ নিলো চট্টগ্রাম আবাহনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
প্রতিশোধ নিলো চট্টগ্রাম আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলমান প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের দলটি।

চট্টগ্রাম থেকে: চলমান প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামের দলটি।

আসরের প্রথম পর্বে রহমতগঞ্জের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। তবে, দ্বিতীয় পর্বের ম্যাচে একই ব্যবধানে জিতে প্রতিশোধ নিল বন্দরনগরীর দলটি। দলের হয়ে গোল করেন চেনচো গাইয়েলসেন ও মামুনুল ইসলাম।
 
রোববার (২৭ নভেম্বর) এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা মাঠে নামে দুই দল। খেলার ২২তম মিনিটে চেনচো আবাহনীকে লিড পাইয়ে দেন। ভুটানের এই ফরোয়ার্ডের গোলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুল। ২-০ তে এগিয়ে থাকা চট্টগ্রাম আবাহনী এই স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়ে।

পূর্ণ তিন পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর এটি দশম জয়। ১৬ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট, টেবিলে অবস্থান দুইয়ে। এক ম্যাচ বেশি খেলে সর্বোচ্চ ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।