ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও জয় তুলে নিল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
পিছিয়ে পড়েও জয় তুলে নিল চেলসি ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও টটেনহাম। তবে টটেনহামের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। আর চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখলো মাউরুসিও পচেট্টিনো শিষ্যরা।

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি ও টটেনহাম। তবে টটেনহামের বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় তুলে নেয় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

আর চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখলো মাউরুসিও পচেট্টিনো শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে টটেনহামকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে খেলার ১১ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে লিড নেয় সফরকারীরা। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে পেদ্রা গোল করলে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য গোলের দেখা পেয়ে লিড নেয় ব্লুজরা। আর এই লিডেই শেষ পর্যন্ত জয়ের উৎস হয় চেলসি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

এ জয়ের ফলে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করলো চেলসি। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।