ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বগুড়ার গাবতলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
বগুড়ার গাবতলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার গাবতলী এলাকায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে খেলায় সোনালী অতীত ফুটবল ক্লাব ২-১ গোলে ঢাকা লালবাগ সোনালী অতীত ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

বগুড়া: বগুড়ার গাবতলী এলাকায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে খেলায় সোনালী অতীত ফুটবল ক্লাব ২-১ গোলে ঢাকা লালবাগ সোনালী অতীত ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে খেলোয়াড় কল্যাণ সমিতি এই প্রীতি ম্যাচের আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আজিজার রহমান পাইকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা গাক’র নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় সাফিনুর রহমান সম্রাট, ব্যবসায়ী আবু সাঈদ মাস্টার, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।