ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির জন্য বার্সার দ্বিতীয় আপিলও নাকচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
মেসির জন্য বার্সার দ্বিতীয় আপিলও নাকচ ছবি: সংগৃহীত

নিজেদের সবশেষ লিগ ম্যাচে দলের ছয়জনই হলুদ কার্ড দেখেন। সেভিয়ার মাঠে ২-১ গোলে জেতা ম্যাচটিতে লিওনেল মেসিও এ তালিকায় ছিলেন। দলের সেরা তারকার হলুদ কার্ড প্রত্যাহারে বার্সেলোনা আপিল করলেও তা আমলে নেয়নি লা লিগা কর্তৃপক্ষের আপিল কমিটি। এবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ ডিসিপ্লিনারির কমিটিও কাতালানদের আবেদন নাকচ করে দিয়েছে।

ঢাকা: নিজেদের সবশেষ লিগ ম্যাচে দলের ছয়জনই হলুদ কার্ড দেখেন। সেভিয়ার মাঠে ২-১ গোলে জেতা ম্যাচটিতে লিওনেল মেসিও এ তালিকায় ছিলেন।

দলের সেরা তারকার হলুদ কার্ড প্রত্যাহারে বার্সেলোনা আপিল করলেও তা আমলে নেয়নি লা লিগা কর্তৃপক্ষের আপিল কমিটি। এবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ ডিসিপ্লিনারির কমিটিও কাতালানদের আবেদন নাকচ করে দিয়েছে।

মেসির জন্য বার্সার দু’টি ‍আপিলই বিফলে গেল। গত ৭ নভেম্বরের ম্যাচটিতে মেসির গোলেই সমতায় ফেরে বার্সা। পরে জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ। ম্যাচের ৮৩ মিনিটের মাথায় সময় নষ্ট করার অজুহাতে মেসিকে হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি।

ডান প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে ছুটছিলেন মেসি। পেছন থেকে স্টিভেন এনজনজির ট্যাকলে তার ডান পায়ের বুট খুলে যায়। পরে জুতা হাতে নিয়ে বেশ বিরক্তি নিয়েই প্রতিক্রিয়া দেখান আর্জেন্টাইন আইকন। সময় নষ্ট করায় ব্যাপারটি রেফারির মোটেও পছন্দ হয়নি। এর জের ধরেই হলুদ কার্ডের আওতায় পড়েন মেসি। তার আগেই সেভিয়ার ফ্রেঞ্চ মিডফিল্ডারকেও কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হয়।

ওই ম্যাচটিতে দু’দলের মোট দশজন খেলোয়াড় হলুদ কার্ডের শিকার হন। মেসি ছাড়াও বার্সার হাভিয়ের মাশ্চেরানো, লুকাস ডিগনি, সার্জি রবার্তো, নেইমার ও গোলস্কোরার সুয়ারেজও রেফারির চক্ষুশূলে পরিণত হন!

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।