ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ধুনটে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ধুনটে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা হাবিবর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।

খেলায় শেরপুর মোজাহার আলী স্মৃতি সংসদ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চিকাশী ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

এ সময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম সরোয়ার জাহান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, টুর্ণামেন্টের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন প্রমুখ।

খেলা পরিচালনা করেন ধুনট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।