ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ট্রাম্প-হিলারি নয়, মেসিকে চান ভোটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ট্রাম্প-হিলারি নয়, মেসিকে চান ভোটার

সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিংবা ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট খাওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নয়, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে চান আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া কোনো এক ভোটার!

ঢাকা: সদ্য নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিংবা ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হোঁচট খাওয়া ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে নয়, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসিকে দেখতে চান আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া কোনো এক ভোটার!

দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৮৯ ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল কলেজ।

আমেরিকার এই নির্বাচনে অদ্ভূত ঘটনাই ঘটিয়েছেন এক ভোটার। নিজের ব্যালট পেপারে তিনি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেসিকে দেখতে চেয়ে ভোট দেন।

আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর মেসির সেই পাগল ভক্তের পরিচয় পাওয়া না গেলেও সম্পূর্ণ বেআইনিভাবে নির্বাচনের সেই ব্যালট পেপারের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মেসির নাম লেখা সেই ব্যালট পেপারের ছবিটি কতটুকু সত্য সেটিও জানা যায়নি। তবে, এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে গিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।