ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ভাগ্যের সহায়তায় বায়ার্নের ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
ভাগ্যের সহায়তায় বায়ার্নের ড্র ছবি:সংগৃহীত

ঢাকা: জার্মানির বুন্দেসলিগায় হোঁচট খেতে হলো জায়ান্ট দল বায়ার্ন মিউনিখকে। স্বাগতিক হয়ে নিজেদের মাঠে নেমেও গোলের দেখা পায়নি তাদের কোনো ফুটবলার।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হফেনহেইম।

অ্যালিনাঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই নেমেছিল বায়ার্ন। তবে ৭৫ হাজারের বেশি দর্শকের সমাগমে ম্যাচের ১৬তম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। নাদিম আমিরির পাস থেকে হফেনহেইমের হয়ে প্রথম গোলটি করেন তুরস্কের তরুণ তারকা মিডফিল্ডার ২৩ বছর বয়সী কেরেম ডেমিরবাই।

তবে, নিজেদের ভুলে এগিয়ে থাকা হয়নি হফেনহেইমের। খেলার ৩৪ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার স্টিভেন জুবেরের আত্মঘাতী গোলের সুবাদে সমতায় ফেরার সুযোগ পায় বায়ার্ন।

-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর স্বাগতিক বায়ার্ন অনেক চেষ্টা করেও লিড নিতে পারেনি। ফলে, হফেনহেইমের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় শীর্ষে থাকা বায়ার্নকে।

১০ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচ খেলে হফেনহেইম উঠে এসেছে তিন নম্বরে। দলটির সংগ্রহ ২০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমআরপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।