ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে বরিশাল চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে বরিশাল চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বরিশাল জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।

৭-১ গোলে তারা ভোলা জেলা দলকে পরাজিত করে এ জয় অর্জন করে।



শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. গাউস।

বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর খান আলোর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নুরুল আলম নুরু, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী।

ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বরিশাল জেলা দলের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এমএস/এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।