ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই আবাহনীর খেলায় ঢাকার জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
দুই আবাহনীর খেলায় ঢাকার জয় ছবি:সংগৃহীত

ঢাকা: চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শীর্ষে অবস্থান করছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুর্দান্ত এক ম্যাচ শেষে জয় তুলে নেয় ঢাকার দলটি।

এদিন ম্যাচের প্রথমার্ধে দু’দলই কোনো গোলের দেখা পায়নি। তবে বিরতির পর খেলা ৬৭ মিনিটে লি টাকের কর্ণার থেকে ঢাকা আবাহনীকে লিড পাইয়ে দেন নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। তিন মিনিট পরেই লিড দ্বিগুন করেন প্রথম গোলের যোগানদাতা লি টাক। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক রানাকে পরাস্থ করে দারুণভাবে গোলটি করেন তিনি।

এদিকে ম্যাচের ৮৩ মিনিটে দু’দলই ১০ জনের টিমে পরিণত হয়। এ সময় ঢাকার মামুন মিয়া ও চট্টগ্রামের মো: বিপ্লব লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু নির্ধারিত সমেয়র মাত্র এক মিনিট আগে পেনাল্টি থেকে চট্টগ্রামের জাহিদ একটি গোল পরিশোধ করেন।

কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকার দলটি।

এ জয়ের ফলে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে চট্টগ্রামের পয়েন্ট ২৪।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।