ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দুই তারকার গোলে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
দুই তারকার গোলে চেলসির জয় ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে চেলসি। সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

দলের হয়ে গোল করেন দুই তারকা এডেন হ্যাজার্ড ও দিয়েগো কস্তা।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় চেলসি। তবে ম্যাচের প্রথম থেকে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে জয় তুলে নেয় দলটি। ছয় মিনিটে ব্লুজদের এগিয়ে নেন বেলজিয়াম মিডফিল্ডার হ্যাজার্ড। আর দ্বিতীয়ার্ধে কস্তার গোলে জয় নিশ্চিত করেন সফরকারীরা।

এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলের চারে চলে এলো চেলসি। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২২। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তিনে রয়েছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।