ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বগুড়ায় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বগুড়ায় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের শশীবদনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক অ্যাডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
বিউটি ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহনেওয়াজ বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
 
এসময় উপস্থিত ছিলেন বিউটি ইলেকট্রনিক্সের মার্কেটিং অফিসার বেলাল হোসেন, ঘোড়াধাপ শাখার ইনচার্জ তৌহিদ হোসেন, বুড়িগঞ্জ শাখার ইনচার্জ জাকির হোসেন, গুজিয়াহাট শাখার মামুনুর রশিদ, শিবগঞ্জ হেড অফিস ইনচার্জ শামিম হোসেন, ইউপি সদস্য সাকিল, মোকলেছুর রহমান, জাকির হোসেন, লিটন, মিলন মিয়া, রাজু মিয়া, মনির, জিল্লূর রহমান, শফিকুল ইসলাম মাছুদ, আলী হাসান, আল-আমিন, আরিফ প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমবিএইচ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।