ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দীর্ঘ হচ্ছে বার্সার ইনজুরির তালিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
দীর্ঘ হচ্ছে বার্সার ইনজুরির তালিকা ছবি:সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার হয়ে আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। কাতালুনিয়া কাপে এসপানিওলের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে গোড়ালিতে চোট পান ফ্রেঞ্চ এ ফুটবলার।

মঙ্গলবারের সে ম্যাচে শুরুর একাদশেই মাঠে নামেন ম্যাথিউ। তবে খেলার ৫৪ মিনিটে ইনজুরি গুরুতর হওয়ায় মাঠ থেকে উঠে যান তিনি। ৩২ বছর বয়সী এ তারকা চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে একটি গোল করেছেন।

এর আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বার্সার ৪-০ গোলে জয়ের ম্যাচে লাল কার্ড দেখেন ম্যাথিউ। আর সেই ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে ও জর্দি আলবা। লা লিগার সবশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ে আট সপ্তাহ ছিটকে গেছেন আন্দ্রে ইনিয়েস্তা।

বাংলাদেশ সময় : ১৪২৮ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।