ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে প্রতিশোধে বিশ্বাসী নন সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৪, ২০১৬
রিয়ালের বিপক্ষে প্রতিশোধে বিশ্বাসী নন সিমিওন ছবি: সংগৃহীত

ঢাকা: এক মৌসুমের বিরতীতে আবারো ফুটবল বিশ্বের সামনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাদ্রিদ ডার্বি দেখার হাতছানি! ম্যানচেস্টার সিটি বাধা টপকাতে পারলেই ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পা রাখে অ্যাতলেতিকো।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২-১ ব্যবধানে হারলেও অ্যাওয়ে গোলের সুবাদে ২-২ অ্যাগ্রিগেটে বাভারিয়ানদের দুঃস্বপ্ন উপহার দেন কোকে-গ্রিজম্যান-ফার্নান্দো তোরেসরা।

অন্যদিকে, বুধবার (৪ মে) ঘরের মাঠে ফাইনাল নিশ্চিতের দৌড়ে ম্যানসিটির মুখোমুখি হবে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমির প্রথম লেগ গোলশূন্য ড্রতে নিষ্পত্তি হয়।

২০১৩-১৪ মৌসুমে তীরে এসে তরী ডোবায় অ্যাতলেতিকো। নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতার দ্বারপ্রান্তে গিয়েও খালি হাতে ফেরে দিয়েগো সিমিওনের শিষ্যরা। সেবার দিয়েগো গডিনের গোলে এগিয়ে থাকা অ্যাতলেতিকোর জালে অন্তিত মুহূর্তে বল জড়িয়ে ‘লা ডেসিমা’র (দশম শিরোপা) স্বপ্ন বাঁচান সার্জিও রামোস। অতিরিক্ত সময়ে আরো তিনবার গোল উদযাপনে মেতে এক যুগের শিরোপা খরা কাটায় লস ব্লাঙ্কসরা।

এবার রিয়াল ফাইনালে উঠলে অ্যাতলেতিকোর সামনে থাকবে প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ! তবে প্রেরণা বা অনুপ্রেরণার জন্য প্রতিশোধ শব্দটা ব্যবহারে অনিচ্ছুক সিমিওন, ‘আমি খুশি (রিয়ালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে)। আমরা এখন ভিন্ন কিছু চাই। কিন্তু আমি প্রতিশোধে বিশ্বাসী নই। জীবনে এখন নতুন সুযোগ এসেছে, প্রতিশোধ নয়। এটিকে আরো একটি সুযোগ হিসেবেই দেখতে হবে। ’

মিলানের সান সিরোতে আগামী ২৮ মে (শনিবার) চ্যাম্পিয়নস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।