ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

প্যালাসিওর টিকি নিয়ে টুকিটাকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
প্যালাসিওর টিকি নিয়ে টুকিটাকি

ঢাকা: ফুটবল তারকাদের চুলের বাহারি স্টাইল নতুন নয়। এবারের বিশ্বকাপও দেখেছে রোনালদো, ভিদালসহ অনেকের অদ্ভুত সব চুলের কাটিং।

কিন্তু আর্জেন্টিনা- সুইজারল্যান্ড ম্যাচ শত উত্তেজনা ছড়ালেও সবার নজর কেড়েছে আর্জেন্টাইন খেলোয়াড় রদ্রিগো পালাসিওর ইঁদুরলেজের মতো টিকি।

খেলার ফাঁকে ছোট চুলের পালাসিওর মাথার পেছনে বিঘত লম্বা টিকি নজর এড়ায়নি ক্যামেরাম্যানের। টিকির মাথায় আবার সাদা পালকের মতো কি যেন লাগানো। সেটি স্লোমোশনে দেখানো হয় টিভি পর্দায়।

শেষ ১৬’র এ ম্যাচ শেষে টুইটারে অসংখ্য টুইট করা হয়েছে তার টিকি নিয়ে।

প্যালাসিওর ইঁদুরলেজের মতো টিকির ছবি নিয়ে তাতে কিছুটা রং লাগিয়ে টুইট করেছেন ফুটবলভক্তরা।

কোনো কোনো ছবিতে দেখা গেছে পালাসিওর টিকিতে ঝুলছে টারজান, স্পাইডারম্যান, মাইলি সাইরাস!

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।