ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারের উত্তেজনায় টিভি ভাঙলেন ব্রাজিলভক্ত (ভিডিওসহ)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
টাইব্রেকারের উত্তেজনায় টিভি ভাঙলেন ব্রাজিলভক্ত (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল-চিলির কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ের টান টান উত্তেজনায় টিভি ভেঙে ফেললেন এক ব্রাজিলভক্ত।

এ কাণ্ড ঘটিয়েছেন ব্রাজিলিয়ান রাফায়েল গ্যামবারিম।

ম্যাচের শেষ মুহূর্তে তিনি টাইব্রেকার দেখছিলেন কাজিনদের সঙ্গে।

ঘটনাটি ঘটে যখন চিলির অ্যালেক্সিস সানচেজের শট ঠেকিয়ে দেন সিজার। অতি উত্তেজনায় এসময় রাফায়েল টিভি জড়িয়ে ধরেন ও স্ক্রিনে সিজারকে চুমু খান। কিন্তু যখন সিজার থেকে সানচেজের দিকে টিভি ক্যামেরা ঘুরে যায় তখন তিনি স্ক্রিনে জোরে আঘাত করেন। এতে ভেঙে যায় এলসিডি টিভির স্ত্রিন। একইসঙ্গে স্থির হয় সানচেজের মুখ।

এ ঘটনার পর রাফায়েল জি-ওয়ান নিউজকে বলেন, আমি রাগের বশে উত্তেজনায় এটা করে ফেলেছিলাম। কারণ সানচেজ চিলির একমাত্র গোলটি করেছিল।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।