ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফরাসিদের বিপক্ষে লড়াইয়ে সুপার ঈগলরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ফরাসিদের বিপক্ষে লড়াইয়ে সুপার ঈগলরা ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সের বিপক্ষে প্রায় পাঁচ বছর আগের সুখস্মৃতি নিয়ে নকআউটের লড়াইয়ে মাঠে নেমেছে আফ্রিকান ‘সুপার ঈগল’ নাইজেরিয়া।

সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাসিলিয়ার এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে সেরা আটে ওঠার এ লড়াইয়ে নামে দু’দল।



‘ডু অর ডাই’ লড়াইয়ে শিরোপার দাবিদার ফরাসিদের পক্ষে মাঠে নেমেছেন-লরিস (অধিনায়ক), দেবুচে, ইভ্রা, ভ্যারেনে, কাবাই, ভ্যালবুয়েনা, গিরোদ, করিম বেনজেমা, মাতুইদি, পোগবা ও কোসিয়েলনি।

অপরদিকে, সুপার ঈগলদের মধ্যে খেলছেন- ইনেয়িমা, যোবো (অধিনায়ক), অ্যামব্রোস, আহমদ মুসা, ওদেমউইঙ্গি, ইমেনিকে, মিকেল, মোসেস, অশ্বানিবা, ওনাজি ও ওমেরু।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্রের মার্ক গেইগার।

এর আগে, দু‘দলের মাত্র একবার মুখোমুখি লড়াই হয়েছে। ২০০৯ সালের ২ জুনের সে লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। ফ্রান্সের সেইন্ট-ইটেইনেতে অনুষ্ঠিত ফিফার ওই প্রীতি ম্যাচে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফরাসিদের ১-০ গোলে হারিয়ে দেয় সুপার ঈগলরা।

সোমবারের এ লড়াইয়ে যারা জয়লাভ করবে তারা ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে লড়বে আলজেরিয়া কিংবা জার্মানির বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।