ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ টুকিটাকি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বিশ্বকাপ টুকিটাকি

ঢাকা: ফুটবলের দেশ ব্রাজিলে চলছে ‍ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ। এই বিশ্বকাপকে কেন্দ্র করে ঘটছে কিছু ছোটোখাট ঘটনা।

বিশ্বকাপকেন্দ্রিক সেসব টুকিটাকি উপস্থাপন করছে বাংলানিউজ।

রেসিফে ফুটসাল
বিশ্বকাপ ফুটবলের ভেন্যু রেসিফের স্পোর্টস ক্লাবে শুরু হয়েছে ফুটসাল প্রতিযোগিতা।

ব্রাজিলে তরুণ ফুটবল খেলোয়াড়দের মান উন্নয়নে ফুটসাল খেলাকে গুরুত্ব দেওয়া হয়। ফুটসাল হচ্ছে আঁটসাঁট ফুটবল খেলা। খেলা হয় ছোট পরিসরে ও অত্যন্ত ভারী বল দিয়ে। ফুটসালে দক্ষতা অর্জন করতে পারলে ফুটবলে শক্তিশালী খেলোয়াড় ও ভালো ফ্রি-কিকার হিসেবে গড়ে ওঠা যায়।

ফুটবলে ব্রাজিলের সাফল্যের পেছনে ফুটসালের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে অনেকে মনে করেন।

বিশ্বকাপের বিরুদ্ধে নিঃশব্দ প্রতিবাদ
ব্রাজিলের রিওডি জেনেরিওর কোপাকাবানায় বিশ্বকাপ ফুটবলবিরোধী নিঃশব্দ প্রতিবাদ  জানিয়েছে একদল বিক্ষোভকারীরা।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই চলা বিক্ষোভ দমনে পুলিশ নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তাদের। প্রতীকী প্রতিবাদের পথ হিসেবে তারা নীরবতাকেই বেছে নেন। অনেক বিক্ষোভকারী রিওডির বস্তিতে পুলিশের হাতে নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা তুলে ধরেন।

বিশ্বকাপ উপলক্ষে রিওডিতে ভিড় করা বিদেশি পর্যটকরা সমুদ্র সৈকতের কাছে ওই বিক্ষোভ দেখেছেন। তবে নীরব এ বিক্ষোভ পুলিশের টার্গেটে পরিণত হয়নি।

চিলি দলকে সংবর্ধনা
বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিলেও চিলি ফুটবল দল দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে।

চিলির প্রেসিডেন্ট ওয়ার্ল্ড কাপ স্কোয়াডকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আমন্ত্রণ জানান। সেসময় অনেক চিলিয়ান ভক্ত প্রাসাদের বাইরে সানচেজদের উষ্ণ সংবর্ধনা জানায়।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে ব্রাজিলের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় সানচেজের চিলি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।