ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চিলির বিপক্ষে জয়ে প্রত্যয়ী ব্রাজিল: কলম্বিয়ান কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
চিলির বিপক্ষে জয়ে প্রত্যয়ী ব্রাজিল: কলম্বিয়ান কোচ হোসে পেকারম্যান

ঢাকা: কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান মনে করেন, পেনাল্টি শুট আউটে চিলিকে হারানোর পর ব্রাজিলের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ব্রাজিলের বিপক্ষে কলম্বিয়ার কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে হ‍াড্ডাহাড্ডি লড়াই হবে বলেও মনে করেন তিনি।



আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে পেকারম্যান বলেন, একটি কঠিন ম্যাচ থেকে জয় পাওয়ার পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, ব্রাজিলেরও তাই হয়েছে।

ব্রাজিল ও কলম্বিয়া একই ধরণের ফুটবল খেলে মন্তব্য করে কোয়ার্টার ফাইনালের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জানি ব্রাজিলের শক্তি ও সম্ভাবনার কথা, তাই তাদের বিপক্ষে একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে।

নিজের দল কলম্বিয়া প্রসঙ্গে আর্জেন্টাইন এই কোচ বলেন, আমরা দলগতভাবে খুব ভালো খেলছি কিন্তু আমরা জানি সামনের ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে। আমাদের বিপদে ফেলার সব দক্ষতাই ব্রাজিলের রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।