ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোস্টারিকা-গ্রিসের একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
কোস্টারিকা-গ্রিসের একাদশ

ঢাকা: ডেড গ্রুপ থেকে ইংল্যান্ড-ইতালিকে টপকে দ্বিতীয় রাউন্ডে ‌উঠে চমক জাগানো কোস্টারিকা কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে গ্রিসের বিপক্ষে।

ব্রাজিলের রেসিফের অ্যারেনা পারনাম্বুচো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে দু’দল।



ইতোমধ্যে কোস্টারিকা ও গ্রিস এ ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করেছে।

কোস্টারিকা একাদশ
কেইলর নাভাস (১), গিয়ানকার্লোস গঞ্জালেস (৩), মিকাইল উমানা (৪), অস্কার দুরাতে (৬), জুনিয়র দিয়াজ (১৫), ক্রিস্টিয়ান গাম্বোয়া (১৬), সেলসো বোর্গেস (৫), ক্রিস্টিয়ান বোলানোস (৭), ব্রায়ান রুইজ (১০), ইয়ে‍ৎলসিন তাহেদা (১৭), জোয়েল ক্যাম্পবেল (৯)।

কোচ: হোর্গে লুইস পিন্টো

গ্রিসের একাদশ
ওরেস্তিস কার্নেজিস (১), কস্তাস মানোলাস (৪), ভ্যাসিলেইয়োস তোরোসিদিস (১৫), সক্রেতিস পাপাস্তাথোপৌলাস (১৯), হোসে চোলেবাস (২০), লোয়ান্নিস মানিয়াতিস (২), প্যানাগিওতিস কোনে (৮), জর্জিওস ক্যারাগুইনিস (১০), দিমিত্রিস সালপিগিদিস (১৪), আন্দ্রেয়াস সামারিস (২২), জর্জিওস সামারাস (৭)।
 
কোচ: ফার্নান্দো সান্তোস

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।