ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শক্তিশালী হল্যান্ডের মুখোমুখি উজ্জীবিত মেক্সিকো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
শক্তিশালী হল্যান্ডের মুখোমুখি উজ্জীবিত মেক্সিকো ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউট পর্বে ওঠার লড়াইয়ে শক্তিশালী নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে উজ্জীবিত মেক্সিকো। গ্রুপ পর্বে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়া ডাচরা সহজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

তবে শিরোপার দাবিদার ব্রাজিলকে গ্রুপ পর্বের ম্যাচে রুখে দেওয়া মেক্সিকো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রস্তুত।

রোববার রাত ১০টায় ব্রাজিলের ফোর্তালেজার কাস্তেলাও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

মেক্সিকো একাদশ
গুইলার্মো ওচোয়া (১৩), ফ্রান্সিস্কো রদ্রিগেজ (২), কার্লোস সালসিদো (৩), রাফায়েল মার্কুয়েজ (৪), হেক্টর হেরেরা (৬), মিগুয়েল লায়ুন (৭), হেক্টর মরেনো (১৫), আন্দ্রেস গুয়ার্দাদো (১৮), ওরিবে পেরালটা (১৯), ডস সন্তোস (১০), পল আগুইলার (২২)।

কোচ: মিগুয়েল হেরেরা (মেক্সিকো)

নেদারল্যান্ড একাদশ
জেসপার সিলেসেন (১), রন ভ্লার (২), স্টেফান ডি ভ্রিজ (৩), দালি ব্লাইন্ড (৫), নাইজেল ডি জং (৬), রবিন ফন পার্সি (৯), ওয়েসলি স্নেইডার (১০), অ্যারিয়েন রোবেন (১১), পল ভারহয়েগ (১২), ডির্ক কায়ুট (১৫), জেওরজিনিও উইজনালডাম (২০)।

কোচ: লুই ফন গাল (নেদারল্যান্ডস)

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।