ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের তাপমাত্রা নিয়ে চিন্তিত ডাচ কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
ব্রাজিলের তাপমাত্রা নিয়ে চিন্তিত ডাচ কোচ নেদারল্যান্ডস কোচ ফন গাল

ঢাকা: কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডস দলের সামনে এখন বাধা মেক্সিকো।

নেদারল্যান্ডস কোচ ফন গাল যখন মেক্সিকোর ম্যানচেস্টার ইউনাইটেড তারকা হ্যাভিয়েন হার্নান্দেজ, গোলকিপার ওচেয়া ও দস সান্তোসকে আটকানোর ছক কষবেন, তখন তাকে বাড়তি চিন্তা করতে হচ্ছে ব্রাজিলের অতিরিক্ত তাপমাত্রা নিয়ে।



কোচ মনে করেন এ ধরণের তাপমাত্রায় খেলার মাঝে পানি পানের সুযোগ দেওয়া উচিত। পানি শূন্যতার কারণে খেলোয়াড়দের শারীরিকভাবে এবং খেলতে সমস্যা হতে পারে।

প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচে অন্তত গড়ে চার কিলোমিটার দৌঁড়াতে হয়। মাঠে পর্যাপ্ত পানি পানের সুযোগ দেওয়া হোক এমন অনুরোধ জানিয়েছেন ডাচ কোচ। রেফারি তার আবেদন ভেবে দেখবেন বলেও মনে করেন তিনি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে হারিয়ে পার্সি, রোবেনদের সামর্থ্য সবাই দেখেছে। শুধু স্পেন নয়, প্রথম পর্বের সবক‘টি ম্যাচ জিতেই শেষ ষোলতে নেদারল্যান্ডস। কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে এখন মেক্সিকোকে বধ করতে হবে ফন গালের শিষ্যদের।

ফন গাল মেক্সিকো আর চিলির মধ্যে খুব একটা পার্থক্য দেখছেন না। তবে চিলি দলে সানচেজ এবং ভিদেলের মত তারকা খেলোয়াড় রয়েছে। তবে মেক্সিকো দল হিসাবে চমৎকার, তারা দলীয়ভাবে শক্তিশালী।

আমরা তদের সমীহ দিয়েই মাঠে নামতে চাই, বলেন ডাচ কোচ।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ২৯ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।