ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে গেলেন মুলার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
গোল্ডেন বুটের দৌঁড়ে এগিয়ে গেলেন মুলার

ঢাকা: সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে একমাত্র গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিক‍ায় এগিয়ে গেলেন জার্মানির স্ট্রাইকার থমাস মুলার। বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।



তবে ৬ গোল করে তালিকায় সবার ওপরে আছেন কলম্বিয়ান স্ট্রাইকার হামেস রদ্রিগেজ।

এছাড়া, ৪ গোলের মাধ্যমে তালিকায় পরবর্তী স্থানে রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ৪ গোলের মালিক বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ব্রাসিলিয়ান তারকা নেইমারও।

অপরদিকে একইম্যাচে একটিমাত্র গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন মিরোস্লাভ ক্লোসা।

ম্যাচে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে জার্মানি। আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোতে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে র্জামানির।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।