ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নকল হাড় দেখিয়ে নেইমারকে আর্জেন্টিনা ভক্তদের বিদ্রুপ

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
নকল হাড় দেখিয়ে নেইমারকে আর্জেন্টিনা ভক্তদের বিদ্রুপ

ঢাকা: উন্মুক্ত রাস্তায় নকল মেরুদণ্ডের হাড় দেখিয়ে নেইমারকে বিদ্রুপ করেছে একদল আর্জেন্টাইন সমর্থক। শনিবার বেলজিয়ামের বিপক্ষে জিতে এভাবেই জয় উদযাপন করে তারা, খবর ডেইলি মেইল।



অবশ্য আর্জেন্টাইন কোচ আলেজান্দ্রো সাবেলা তার দেশের সমর্থকদের এই হৃদয়হীন কাণ্ডটি উপেক্ষা করেছেন। মেরুদণ্ডের হাড়ে আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

সাবেলা বলেছেন, যখন কোন দল এরকম অপরিহার্য একজন খেলোয়াড় হারায়, তখন মনে হয় ফুটবল নিজেই অশ্রু বর্ষণ করে।

কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে জুনিগার বাজে ফাউলের শিকার হয়ে মেরুদণ্ডে আঘাত পান নেইমার। আঘাত এমন গুরুতর যে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।