ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়া-উরুগুয়ে

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে কলম্বিয়া-উরুগুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে কলম্বিয়া ও উরুগুয়ে।

বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে মাঠে নেমেছে ল্যাটিন আমেরিকার এ দু’দল।



দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে ও গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে উড়তে থাকা কলম্বিয়া লড়বে।

রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের এ খেলায় মূলত লড়াই হবে উজ্জীবিত কলম্বিয়ার সঙ্গে কামড়কাণ্ডে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া সুয়ারেজবিহীন অস্কার তাবারেজের উরুগুয়ের।

কলম্বিয়া একাদশ
অসপিনা, জুনিগা, আরমেরো, সানচেজ, জাপাতা, ইয়েপেস, কুয়াদরাদো, অ্যাগুইলার, গুতেইরেজ, রুদ্রিগেজ ও ইবারবো।

উরুগুয়ে একাদশ
মুসলেরা, ক্যাসিরেস, লুগানো, গডিন, পেরেইরা, গারগানো, আরেভালো, রুদ্রিগেজ, ফোরলান, স্টুয়ানি ও কাভানি।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।