ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নকআউট পর্বের ব্রাজিল-চিলি একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
নকআউট পর্বের ব্রাজিল-চিলি একাদশ

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মাঠে নামছে স্বাগতিক ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার অন্য দল চিলি। এরই মধ্যে দু’দলই তাদের একাদশ ঘোষণা করেছে।



শনিবার রাত ১০টায় ব্রাজিলের বেলো হরিজন্তে এস্তাদিও মিনেইরাওতে নকআউট পর্বের এ খেলা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ফুটবলে ব্রাজিলের চেনা প্রতিপক্ষ চিলি। চিলি প্রতিপক্ষ মানেই ব্রাজিলের সহজ জয়। আগে ৬৮বার মুখোমুখিতে চিলিকে ৪৮ বারই হারিয়েছে ব্রাজিল।

ব্রাজিল একাদশ
জুলিও সিজার, দানি আলভেজ, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, ফার্নানদিনহো, মার্সেলো, হাল্ক, ফ্রেড, নেইমার, ওসকার, লুইস গুস্তাভো।

চিলি একাদশ
ব্রাভো, মেনা, ইসলা, সিলভা, সানচেজ, ভিদাল, ভার্গাস, মিডেল, জারা, অ্যরারাসগুইজ, ডিয়াস।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।