ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাজিল-সমর্থকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্রাজিল-সমর্থকের মৃত্যু ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): টানা ৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছে ব্রাজিল-সমর্থক এক স্কুলছাত্র।

গত সোমবার দুপুরে বাড়ির ছাদে প্রিয় দল ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আশুলিয়ার পঞ্চম শ্রেণির ছাত্র রাফিল (১২)।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

রাফিল সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৫ম শ্রেণির ছাত্র এবং আশুলিয়ার ডেন্ডাবর (পল্লী বিদ্যুৎ) কবরস্থান রোডের মাস্টার ভবনের বাসিন্দা।

রাফিলের মা বাংলানিউজকে জানান, গত সোমবার দুপুরে রাফিল তাদের ভাড়া বাসার ছাদে ব্রাজিলের পতাকা তুলতে যায়। ছাদের উপরেই ছিলো ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি, সেখানে সে বিদ্যুতায়িত হয়।

এতে বিকট আওয়াজে ছাদের একটি অংশ ধসে পরে। স্থানীয়রা প্রথমে রাফিলকে একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার দুপুরে নিহত রাফিলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে এলাকার ছোট-বড় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসীর অভিযোগ, কোন পরিকল্পনা ছাড়াই নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যুতের খুঁটির নীচে ভবনটি নির্মাণ করা হয়।

ভবন মালিক শফি উদ্দিন জানান, এলাকার অধিকাংশ ভবন এভাবেই নির্মাণ করা হয়েছে। এছাড়া ভবনের উপর দিয়ে বিদ্যুতের তার যাওয়ায় ছাদে যাওয়া নিষেদ ছিলো।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।