ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

তাবিথের নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
তাবিথের নিরাপত্তা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশনা

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

সোমবার (১৩ জানুয়ারি) রাতে চিঠি পাঠানো হয়।

এর আগে রোববার (১২ জানুয়ারি) উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা বরাবর নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছিলেন তাবিথ আউয়াল।

রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমকে তাবিথ আউয়াল তার আবেদনে লেখেন, ‘আজ ১২ জানুয়ারি, ২০২০ তারিখে আনুমানিক বেলা ১১টায় মিরপুরস্থ দারুসসালাম থানা এলাকায় গণসংযোগকালে প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আমাকে ও আমার সাথের লোকজনকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। ’

‘এ ধরনের কার্যকলাপ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধানের পরিপন্থি। ’

‘অতএব, এ বিষয়ে তদন্তপূর্বক জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচনপূর্বসময়কালীন একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রয়োজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ’

তাবিথের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
ইইউডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।