ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

‘হিজড়া' পরিচয়ে এবার থেকে ভোটার হওয়া যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
‘হিজড়া' পরিচয়ে এবার থেকে ভোটার হওয়া যাবে তৃতীয় লিঙ্গের একদল সদস্য

ঢাকা: প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের নাগরিকরা ‘হিজড়া’ পরিচয়ে ভোটার হতে পারবেন। আগে তাদের নারী বা পুরুষ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হতো।

২৩ এপ্রিল থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ১৩ মে পর্যন্ত।


 
আগে ভোটার তালিকার ফরমে ‘হিজড়া’ লেখার কোনো অপশন ছিল না। কিন্তু আইনের সংশোধন এনে ফরমে তা যোগ করেছে ইসি।
 
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেন বাংলানিউজকে বলেন, ইতোমধ্যে ফরম ছাপানোর জন্য প্রেসে অফিস আদেশ দেওয়া হয়েছে। এবার থেকেই তৃতীয় লিঙ্গের নাগরিকরা হিজড়া পরিচয়েই ভোটার হতে পারবেন।
 
আগে হিজড়ারা ভোটার হতো নারী বা পুরুষ পরিচয়ে। এবার তারা সেই পরিচয় সংশোধন করে হিজড়া অন্তর্ভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তারা গিয়ে সংশ্লিষ্টদের আবেদন করতে হবে।
 
২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভায় হিজড়াদের স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়া জনগোষ্ঠীকে ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে স্বীকৃত দেওয়ার সরকার প্রজ্ঞাপন জারি করে। তার ধারবাহিকতায় নির্বাচন কমিশনও ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে হিজড়াদের স্বীকৃতি দেয়।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।