ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ধামরাইয়ে স্থগিত ভোট কেন্দ্রের ভোট বুধবার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ধামরাইয়ে স্থগিত ভোট কেন্দ্রের ভোট বুধবার

ধামরাই (ঢাকা): উপজেলা পরিষদ নির্বাচনে ঢাকার ধামরাইয়ে ভোট কারচুপিসহ নানা অভিযোগে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোট বুধবার (১৭ এপ্রিল)।

জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে ধামরাইয়েরে কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিজের পরিচয় গোপন দায়িত্ব পালন করায় এবং তার সহযোগিতায় জাল ভোট দেওয়ার অভিযোগে ম্যাজিস্ট্রেট তাকে আটক করে এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রধান করে ভোট গ্রহণ শেষ করেন।

পরে ভোট গণনা শেষে ১৪৮টি কেন্দ্রের মধ্যে ১৪৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

আর ১৪৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থী মোহাদ্দেস হোসেন আনারস প্রতীক নিয়ে এক হাজার ৫৬৫ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। আর জাল ভোট পড়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত করে নতুন করে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে মঙ্গলবার (১৬ এপ্রিল) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম বাংলানিউজকে বলেন, ১৭ এপ্রিল কান্দা পটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এক হাজার ৮৯১ ভোট নিয়ে নির্বাচন হবে। আগে যে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বুধবার কান্দা পটল সরকারি প্রাথমিক কেন্দ্রের ভোট শান্তি পূর্ণ ভোট হবে। কেউ যদি ভোট বাক্সে ও ব্যালটে প্রভাব বিস্তার করতে চাই তাহলে সে যেই হোক ছাড় পাবে না।  

যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

গত ৩১ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে এক যোগে ১৪৮ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলাকালে কান্দাপটল কেন্দ্র গিয়ে ভোটার উপস্থিতির চেয়ে ভোট কাস্টিংয়ের হার বেশি দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তিনি যাচাই-বাছাই করে প্রমাণ পান ওই কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।