ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রশ্নবিদ্ধ নির্বাচনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
প্রশ্নবিদ্ধ নির্বাচনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা

খুলনা: নির্বাচন কমিশন (ইসি) প্রশ্নবিদ্ধ উপজেলা নির্বাচন চায় না উল্লেখ করে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৭ মার্চ) রাত ৮টায় খুলনা জেলা প্রশাসকের কনফারেন্স রুমে ৫ম উপজেলা পরিষদের ৪র্থ পর্যায়ে খুলনা, যশোর ও বাগেরহাট উপজেলা নির্বাচনের আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

উপজেলা নির্বাচনে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলেও সভায় সাফ জানিয়ে দেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা, যশোর ও বাগেরহাট উপজেলার নির্বাচনী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ (রোববার) খুলনা বিভাগের খুলনা, যশোর ও বাগেরহাট জেলার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এরআরএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।