ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরায় তিন উপজেলায় স্বতন্ত্র, একটিতে নৌকা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
মাগুরায় তিন উপজেলায় স্বতন্ত্র, একটিতে নৌকা জয়ী উপজেলা নির্বাচন

মাগুরা: মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী আবু নাসির বাবলু ৬০ হাজার ৯৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট হাসান সিরাজু সুজা পেয়েছেন ২৬ হাজার ৪৫৯  ভোট।

শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাহমুদুল গণি শাহিন ৩৯ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী পঙ্কজ কুমার সাহা পেয়েছেন ২৪ হাজার ৭৭৪।

শালিখা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) অ্যাডভোকেট কামাল হোসেন ৩৬ হাজার ৪৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৩১২ ভোট।
  
মহম্মদপুর উপজেলায় ৪৩ হাজার ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আবু আবদুল্লাহেল কাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান পেয়েছেন ৩১ হাজার ৫৩০ ভোট।    

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।