ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুরে ৩টিতে স্বতন্ত্র, ২টিতে আ'লীগ জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
লক্ষ্মীপুরে ৩টিতে স্বতন্ত্র, ২টিতে আ'লীগ জয়ী লক্ষ্মীপুরে ৩টিতে স্বতন্ত্র, ২টিতে আ'লীগ জয়ী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের ৫টি উপজেলা পরিষদের নির্বাচনে ৩টিতে স্বতন্ত্র ও ২টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছে।

রোববার (২৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিজয়ীদের নাম ঘোষণা করেন।  

সদর উপজেলা পরিষদে একেএম সালাহ উদ্দিন টিপু (দোয়াত কলম) ৫২ হাজার ২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবুল কাশেম চৌধুরী (নৌকা) ৩৭ হাজার ৮৩৭ ভোট পেয়েছেন।

রামগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা) ২৭ হাজার ২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপির সিরাজ মিয়া (আম) ২ হাজার ৩৭০ ভোট পেয়েছেন।
 
রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশিদ (নৌকা) ৩৬ হাজার ৯৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার ২৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।

রামগতি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) ২১ হাজার ২৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহেদ (নৌকা) ১৬ হাজার ৪০৮ ভোট পেয়েছেন।  

কমলনগর উপজেলায় মেজবাহ উদ্দিন আহম্মেদ বাপ্পী (দোয়াত কলম) ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী একেএম নুরুল আমিন (নৌকা) ১২ হাজার ৩৪৬ ভোট পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
এসআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।