ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝালকাঠি সদরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
ঝালকাঠি সদরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মলনে বক্তব্য রাখছেন সৈয়দ রাজ্জাক আলী । ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: অনিয়ম ও কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বাউলকান্দার নিচ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বরিশালের চার উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ হয়।

বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত।  

এদিকে রাজাপুর ও নলছিটির বেশকিছু কেন্দ্রে প্রার্থীরা ভোট কারচুপির অভিযোগ তুললেও সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কোথাও বড়ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।