ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন সংবাদ সম্মেলনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা বেগম

ব‌রিশাল: ভোটে কারচুপি, জালভোট প্রদান ও কেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বরিশালের বাকেরগঞ্জে কলস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাদিজা বেগম নির্বাচন বর্জন করেছেন।

রোববার (২৪ মার্চ) বেলা ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে তার নির্বাচনী প্রধান পোলিং এজেন্ট ও ছেলে মেহেদী হাসান জানান, তাদের নির্বাচনী এলাকার ১০৯টি কেন্দ্রের মধ্যে ৫০ থেকে ৬০টি কেন্দ্রে কোনো এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি।

ক্ষমতাসীনরা এককভাবে আধিপত্য বিস্তার করে রেখেছে। এমনকি তার নিজের ভোটও কেন্দ্রে গিয়ে দিতে পারেননি বাধার কারণে।

বাংলা‌দেশ সময়: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।