ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নির্বাচনী দায়িত্ব পাবেন না বীরগঞ্জের ৩ পুলিশ কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
নির্বাচনী দায়িত্ব পাবেন না বীরগঞ্জের ৩ পুলিশ কর্মকর্তা প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ কর্মকর্তাকে উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  

শনিবার (১৬ মার্চ) দুপুরে এ নির্দেশ দেওয়া হয়।

ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভীন এবং দুই উপ-পরিদর্শক (এসআই) শাহানাজ বেগম ও শাহরিয়ার।

 

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ আবু সায়েম বাংলানিউজকে জানান, শনিবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমেদের নির্দেশ পাওয়ায় ওই তিন কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।  

তিনি আরো জানান, বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের অভিযোগের ভিত্তিতে তাদের নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে।  বীরগঞ্জের ওসির পরিবর্তে নির্বাচনী কার্যক্রমের সার্বিক দায়িত্ব পালন করবেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দীন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।