ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এবার ডেপুটি স্পিকারকে এলাকা ছাড়ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এবার ডেপুটি স্পিকারকে এলাকা ছাড়ার নির্দেশ ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া

ঢাকা: এবার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকেও এলাকা ছাড়তে বললো নির্বাচন কমিশন (ইসি)।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করায় কমিশন তাকে এমন নির্দেশ দিয়েছে। তার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৫।



ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা শনিবার (১৬মার্চ) ডেপুটি স্পিকার ছাড়াও  কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকেও দেওয়া হয়েছে।

সম্প্রতি এমপিরা যাতে এলাকায় অবস্থান করে উপজেলা নির্বাচনের আইন লঙ্ঘন না করে, সে ব্যবস্থা নিতে স্পিকারে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।

প্রথম ধাপের ভোটগ্রহণের আগে ৬ এমপিকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছিল ইসি। এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯ 
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।