ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

উপজেলার প্রথম ধাপে ভোট পড়েছে ৪৩.৩২ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
উপজেলার প্রথম ধাপে ভোট পড়েছে ৪৩.৩২ শতাংশ উপজেলা পরিষদ নির্বাচনের লোগো

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৪৩ দশমিক ৩২ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণের পরেরদিন সোমবার (১১ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ৭৮টি উপজেলায় রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩ দশমিক ৩২ শতাংশ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে অনিয়মের বিষয়ে ইসি সচিব বলেন, বেশকিছু কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে। সে কেন্দ্রগুলোর ভোট কেনো বন্ধ হয়েছে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ পঞ্চম ধাপে বা নতুন কোনো তারিখ নির্ধারণ করে ভোটগ্রহণ করা হবে।

এবার পাঁচ ধাপে সব উপজেলায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম ধাপে ১৮ জুন ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
ইইউডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।