ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইডেন ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছনার অভিযোগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ইডেন ছাত্রলীগ নেত্রীকে লাঞ্ছনার অভিযোগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়: গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় সভাপতি-সম্পাদকের অনুসারীদের তোপের মুখে পড়েছেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদাউস।

শনিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গণমাধ্যমে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার অনিয়ম নিয়ে কথা বলায় তাদের অনুসারীরা ক্ষুব্ধ হন। এ কারণে সহ-সভাপতি রোখসানা ও আয়শা আক্তারসহ কয়েকজন জান্নাতুল ফেরদাউসকে লাঞ্ছিত করেন এবং সাক্ষাৎকার বিষয়ে জানতে চান।

পরবর্তীতে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এ ঘটনার খবর প্রকাশের পর ইডেনের বিভিন্ন বর্ষের ছাত্রীরা অভিযুক্তদের শাস্তি দাবি করে স্লোগান দেন।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নাজমুন নাহার।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এসকেবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।