ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এসএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২৬৮৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২৬৮৬

কুমিল্লা: বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  অনুষ্ঠিত এসএসসির বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

এদিন এ বিষয়ে ১ লাখ ৮৪ হাজার ৬৭৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়া কথা ছিল।

পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৮১৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।  

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।  

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, অনুপস্থিতির হার ১ দশমিক ৫৫ শতাংশ। এটা স্বাভাবিক ঘটনা। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছয় জেলার ২৭৪টি পরীক্ষা কেন্দ্র থেকে কোনো ধরনের অভিযোগ আসেনি। বাকি পরীক্ষাগুলোও সুন্দরভাবে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।