ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
ইউল্যাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) জেনারেল এডুকেশন বিভাগ সম্প্রতি (২৮ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ দিবস পালন করে।

ইউল্যাব সংস্কৃতি সংসদ পরিবেশিত নজরুল সংগীত এবং ‘সমকালে নজরুলের প্রাসঙ্গিকতা’ বিষয়ে সেমিনার আয়োজনের মধ্য দিয়ে ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানায়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি, ঔপন্যাসিক ও অনুবাদক মজিদ মাহমুদ। নজরুলের জীবন, বেড়ে ওঠা, তৎকালীন বাস্তবতা, অসাম্প্রদায়িক ভাবনা, মানবতাবাদ, স্বাধিকার চেতনা, নারী ভাবনা প্রভৃতি নানাদিক উপস্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান। তিনি বক্তব্যে আমাদের জাতীয় জীবনে নজরুলের তাৎপর্য প্রসঙ্গে আলোকপাত করেন।

সবশেষে বিভাগের সিনিয়র লেকচারার শারমিনুর নাহার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।