ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৩ বছর ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার পর ভুয়া ছাত্র ধরল ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
৩ বছর ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ার পর ভুয়া ছাত্র ধরল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: তিন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণকারী সাজিদ উল কবির নামে এক ভুয়া ছাত্রকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৪ আগস্ট) বিভাগের ইনকোর্স পরীক্ষায় রোল নম্বর সন্দেহ হলে তাকে চিহ্নিত করা হয়।

পরবর্তীতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের তথ্য অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত করা হয়। সাজিদ ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষা দিলেও অকৃতকার্য হয়।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সাজিদুল কবির নামে ভুয়া ছাত্র চিহ্নিত করা হয়। তার স্বীকারোক্তিতে থানায় দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।