ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবির ট্রিপল ই বিভাগে ৩ ল্যাব উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বশেফমুবিপ্রবির ট্রিপল ই বিভাগে ৩ ল্যাব উদ্বোধন

জামালপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে তিনটি ল্যাব উদ্বোধন করা হয়েছে।  

এতে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শেখার মাধ্যমে যুগোপযোগী জ্ঞানার্জন এবং তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ইইই বিভাগে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ল্যাব তিনটির উদ্বোধন করেন। ল্যাব তিনটি হচ্ছে- ইলেক্ট্রিক্যাল সার্কিট ল্যাব, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেক্ট্রনিক ল্যাব ও কমিউনিকেশন ল্যাব।  

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে আমরা সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নতুন ল্যাব স্থাপন হওয়ায় শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি হাতে-কলমে চর্চার মাধ্যমে দক্ষ হয়ে ওঠার সুযোগ পাবে। যা দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রযুক্তি শিক্ষাকে আরো সহজ এবং গতিশীল করবে।

ইইই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ইইই বিভাগের প্রভাষক মো. সিজার রহমান, মো. মাহফুজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।  

ল্যাবে ডিজিটাল মাল্টি মিটার, অ্যানালগ অসিলিস্কোপ, ডিজিটাল স্টোরেজ অসিলিস্কোপ, ফাংশন জেনারেটর, সিঙ্গেল পেজ ভেরিয়েবল এসি সাপ্লাই, থ্রি পেজ ভ্যারিয়েবল এসি সাপ্লাই, পাওয়ার প্রজেক্ট বোর্ড, ডিসি পাওয়ার সাপ্লাই, এলসিআর মিটার, সিঙ্গেল পেজ জিডিটাল ওয়াটমিটার, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ট্রেইনার বোর্ড, অ্যানালগ কমিউনিকেশন ট্রেইনার, ডিজিটাল কমিউনিকেশন ট্রেইনার, অপটিক্যাল কমিইনিকেশন ট্রেইনার, ট্রান্সজিস্টর আইসি ছাড়াও বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে ব্যবহারিক পরীক্ষা করতে পারবে।

এদিকে ল্যাবগুলো উদ্বোধন শেষে ইইই বিভাগের কয়েকজন শিক্ষার্থীর তৈরি কয়েকটি প্রজেক্ট পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এর মধ্যে আরএফআইডি ডোর লক সিস্টেম, রোবট, কার ফায়ার প্রোটেকশন উল্লেখযোগ্য। এসময় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।