ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবি-কুয়েট ক্যাম্পাস মাতালেন ‘হাওয়া’ টিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
খুবি-কুয়েট ক্যাম্পাস মাতালেন ‘হাওয়া’ টিম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস মাতিয়ে গেলেন ‘হাওয়া’ টিম।

শুক্রবার (১৯আগস্ট)  ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে গান ও গল্পে মেতেছিলেন এ সিনেমার কলাকুশলীরা।

দুই বিশ্ববিদ্যালয়ে এ ছবির প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে পেয়ে মুগ্ধ ছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সাদা সাদা কালা কালা’ গানটি গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এতে অংশ নিয়েছেন ‘হাওয়া’র নির্মাতা মেজবাউর রহমান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেত্রী নাজিফা তুষি, অভিনেতা সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, রিজভী, গায়ক এরফান মৃধা শিবলু প্রমুখ।

ব্যতিক্রমী পোস্টার, ট্রেইলার এবং ‘সাদা সাদা, কালা কালা’ গান দিয়ে এরই মধ্যে সারাদেশে সাড়া জাগিয়েছে চলচ্চিত্র ‘হাওয়া’।  সেই হাওয়া টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জানালেন, দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তারা। এ সিনেমাটির মধ্য দিয়ে হলবিমুখ দর্শকরা আবারও সিনেমা হলমুখী হয়েছে।

চলচ্চিত্রটি নায়িকা নাজিফা তুষি বলেন- অনেক ভালো লাগছে, বহু মানুষের ভালোবাসা পেয়েছি। আমাদের এ সিনেমা প্রত্যেকে যেভাবে নিয়েছে মনে হচ্ছে এটা সবার সিনেমা। একটা সিনেমার মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পারলাম। এটা অনেক সুন্দর, অনেক আনন্দের।

প্রসঙ্গত, ‘হাওয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।