ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তিচ্ছুদের অভ্যর্থনা জানাতে গিয়ে ছাত্রলীগের মার খেল ইবি ছাত্রদল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
ভর্তিচ্ছুদের অভ্যর্থনা জানাতে গিয়ে ছাত্রলীগের মার খেল ইবি ছাত্রদল ছাত্রলীগের মারধরের শিকার ছাত্রদলকর্মী তরিকুল ইসলাম সৌরভ

ইবি : গুচ্ছভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে গেলে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করেছে ছাত্রলীগ। অভিযোগ উঠেছে, শনিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের থানা গেটে ভর্তিচ্ছুদের অভ্যর্থনা ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়ার সময় ছাত্রলীগ ঘটনাটি ঘটায়।

ছাত্রদলকর্মী তরিকুল ইসলাম সৌরভ, ইমরান, মামুনসহ বেশ কয়েকজন ছাত্রলীগের মারধরে আহত হয়েছেন বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, দুপুর ১টায় ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের থানা গেটে শিক্ষার্থীদের ফুল, কলম ও পানি বিতরণ করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময় শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করে ছাত্রলীগ।

এ সময় ছাত্রদলের উপস্থিতি সম্পর্কে জানতে পারে ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ছাত্রদলকে ধাওয়া করে। এ সময় সংগঠনটির কর্মী তরিকুল ইসলাম সৌরভকে একা পেয়ে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া আরও কয়েকজনকে পেটায় ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ গণমাধ্যমে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ন্যক্কারজনক হামলা চালিয়ে কর্মীদের আহত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। বলেন, আহতদের হাসপাতালে নিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের জন্য প্রোক্টরের কাছে ফোন করেও আমরা তা পাইনি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আমরা ভর্তিচ্ছুদের সহায়তায় বেশকিছু কর্মসূচি হাতে নেই। তার অংশ হিসেবে আমরা প্রধান ফটকের সামনে ভর্তিচ্ছুদের কাছে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণে ব্যস্ত ছিলাম। ছাত্রদলের ক্যাম্পাসে আসার সংবাদ পেয়ে আমাদের কিছু কর্মী ওইদিকে গেলে তাদের কর্মীরা পালিয়ে যায়। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

প্রোক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা আসার খবর পেয়ে শৃঙ্খলা রক্ষার্থে ইবি থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলি। তবে এরমধ্যে ছাত্রদল কর্মী আহত হওয়ার বিষয়টি আমি জানি না।

এদিকে ছাত্রলীগ কর্তৃক ইবি শাখা ছাত্রদল নেতাকর্মীদের মারধরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দপ্তরের দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে কেন্দ্রীয় ছাত্রদলয়ের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ ঘটনার নিন্দা জানান। পাশাপাশি জড়িত ছাত্রলীগ কর্মীদের শাস্তি, আহতদের সুচিকিৎসাসহ হামলার ক্ষতিপূরণের দাবি করেন।

বাংলাদেশ সময় : ১৯৪৬ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।