ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ

ঢাকা: অধ্যাপক মোহাম্মদ ইউসুফকে ঢাকা কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে অধ্যক্ষ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (০৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

গত ২৪ মার্চ অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকারের মেয়াদ শেষ হওয়ার পর পদটি শূন্য থেকে যায়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।