ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে ৫০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সৈয়দপুরে ৫০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন স্কুলের দরিদ্র ৫০ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

সৈয়দপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে এগুলো দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোখছেদুল মোমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত সরকার, কাশিরাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লানচু চৌধুরীসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক-শিক্ষার্থীরা।  

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশল কর্মকর্তা (এলজিইডি) এস এম আলী রেজা রাজু। তিনি জানান, এসব শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসতো। তাদের মানবিকদিক বিবেনায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  

বাইসাইকেল পাওয়া মকবুল হোসেন কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম বলে, প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এতদিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে বাইসাইকেল পেয়ে সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে আসতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।