ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবির পরিবহন পুলে নতুন মাইক্রোবাস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
জবির পরিবহন পুলে নতুন মাইক্রোবাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলে যুক্ত করা হয়েছে ১৬ আসনবিশিষ্ট নতুন মাইক্রোবাস। অনুষ্ঠানে পরিবহন পুলে মাইক্রোবাসের চাবি পরিবহন প্রশাসকের কাছে হস্তান্তর করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ফিতা কেটে নতুন মাইক্রোবাসটি উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো.ইমদাদুল হক।

উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।