ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
শাবিপ্রবিতে শিক্ষার্থী হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন ফাইল ছবি

শাবিপ্রবি (সিলেট): দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদকে হত্যার ঘটনায় রহস্য উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবাল (২৬ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহকারী প্রক্টর আবু হেনা পহিল।

ড. মো. আখতারুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী হত্যার  ঘটনার রহস্য উদঘাটনে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ঘটনাটি দ্রুত তদন্ত রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। এদিকে দুপুরের দিকে বুলবুলের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।