ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবে কুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেবে কুবি

কুমিল্লা: দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বাকি চারদিন সশরীরে ক্লাস চলবে।

 

১ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

উপাচার্য আবদুল মঈন বলেন, সমগ্র বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো অধিক দায়িত্বশীল প্রতিষ্ঠান। সংকট নিরসনে আমাদেরই নেতৃত্ব দেওয়া উচিত।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।